হোম > সারা দেশ > পাবনা

মহিলা শ্রমিক লীগ নেত্রীসহ গ্রেপ্তার ২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

উপজেলা মহিলা শ্রমিক লীগের আহ্বায়ক মোছা. নাসিমা বেগম ও সাবেক ছাত্রলীগ নেতা রাজু আহমেদ (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার মহিলা শ্রমিক লীগ নেত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি মোবাইল ফোনে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম।

গ্রেপ্তার দুজন হলেন ঈশ্বরদী শহরের মধ্য অরণকোলা আলহাজ্ব ক্যাম্পের আবদুস সালামের স্ত্রী ও উপজেলা মহিলা শ্রমিক লীগের আহ্বায়ক মোছা. নাসিমা বেগম (৪৫) এবং উমিরপুরের গোলাম রসুলের ছেলে রাজু আহমেদ (২৫)। এর মধ্যে রাজু আহমেদ ঈশ্বরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী।

পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার মহিলা শ্রমিক লীগ নেত্রী নাছিমা বেগম গত বছর ৪ আগস্ট শহরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এক মামলার এজাহারনামীয় ৫০ নম্বর আসামি। তিনি পলাতক ছিলেন। এলাকায় ঘোরাঘুরির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

অপর দিকে যুবলীগ কর্মী রাজু আহমেদ এজাহারনামীয় আসামি না হলেও মামলার তদন্তে তাঁর নাম এসেছে। আটকের পর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর বিকেলে দুজনকেই পাবনা আদালতে পাঠানো হয়।

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার