হোম > সারা দেশ > পাবনা

মধ্যরাতে ‘ঘুরতে বের হওয়া’ সিঙ্গাপুরপ্রবাসীর রক্তাক্ত লাশ মিলল রেললাইনে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে রেললাইনের ওপর থেকে অঞ্জন কুমার সাহা (২৫) নামের সিঙ্গাপুরপ্রবাসী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে শহরের রেলগেট লেভেল ক্রসিং এলাকা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে ঈশ্বরদী রেলপুলিশ।

অঞ্জন সাহা শহরের পশ্চিম টেংরি পিয়ারাখালী এলাকার বাসিন্দা অনন্ত কুমার সাহার বড় ছেলে। গতকাল শনিবার মধ্যরাতে লোডশেডিং শুরু হলে বাড়ি থেকে ঘুরতে বের হন তিনি। পরে আজ সকালে রেললাইনের ওপর তাঁর লাশ পাওয়া যায়।

অঞ্জনের বাবা আজ দুপুরে অভিযোগ করেন, এটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা না। কোনো অপরাধী চক্র তাঁর ছেলেকে খুন করে রেললাইনের ওপর ফেলে রেখে গেছে। যা দেখে আত্মহত্যা মনে হতে পারে। তিনি এই ঘটনায় মামলা করবেন।

অনন্ত কুমার আরও বলেন, তাঁর ছেলে তিন মাসের ছুটিতে গত ১৬ এপ্রিল সিঙ্গাপুর থেকে বাড়ি এসেছেন। তাঁর বিয়ের কথাবার্তা চলছিল। শনিবার রাত ১২টা দিকে বিদ্যুতের লোডশেডিং শুরু হলে একটু ঘোরার কথা বলে বাড়ি থেকে বের হন অঞ্জন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে গেলে আজ সকাল সাড়ে ৮টার দিকে ফোনে ছেলের মৃত্যুর খবর পান তিনি। রেলপুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন