হোম > সারা দেশ > পাবনা

‘বীর নিবাস’ পাচ্ছে ১০ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার

ভাঙ্গুরা (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ‘বীর নিবাস’ পাচ্ছে ১০ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার তিনটি ইউনিয়নে এরই মধ্যে এসব ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে সরকার পাকা ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে উপজেলার অসচ্ছল ১০ বীর মুক্তিযোদ্ধাকে সরকারি পাকা ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার মণ্ডতোষ ইউনিয়নে পাঁচটি, অষ্টমনীষা ইউনিয়নে তিনটি ও পাড় ভাঙ্গুড়া ইউনিয়নে দুটিসহ মোট ১০টি ঘর নির্মাণের কাজ চলছে। 

উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপজেলার তিনটি ইউনিয়নে ১০টি বীর নিবাস নির্মাণের কাজ চলছে। প্রতিটি ঘরের আয়তন ৭৩২ বর্গফুট। প্রতিটি একতলা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। সরকার দেশের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের কথা ভেবে তাঁদের জন্য পাকা ঘর নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে। এ উপজেলার ১০ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য পাকা ঘর নির্মাণের কাজ চলছে। কাজের গুণমান ঠিক রাখতে তদারক করা হচ্ছে।’

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু