হোম > সারা দেশ > পাবনা

ডেপুটি স্পিকারের অনুষ্ঠান থেকে সটকে পড়ল ঠিকাদার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়ায় পাকা সড়ক ও ব্রিজ নির্মাণ নিম্নমানের হওয়ার অভিযোগ ওঠায় ডেপুটি স্পিকারের অনুষ্ঠান থেকে সটকে পড়লেন কাজের ঠিকাদার রফিকুল ইসলাম। 

আজ রোববার সকালে পাকা সড়ক ও ব্রিজের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. শামসুল হক টুকু।

জানা গেছে, স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বনগ্রাম থেকে ২০ মাইল পর্যন্ত রাস্তা পাকাকরণ ও ব্রিজ নির্মাণ করা হয়। 

উদ্বোধনী ফলক উন্মোচন শেষে স্থানীয়রা প্রধান অতিথি ডেপুটি স্পিকার অ্যাড: শামসুল হক টুকু এমপির নিকট অভিযোগ করেন সড়ক নির্মাণকাজ নিম্ন মানের হয়েছে। গাড়ির চাকায়, হাতের ও পায়ের আঙুলের আঘাতে বিটুমিন উঠে যাচ্ছে। বিষয়টি নিজ চোখে দেখার পর ডেপুটি স্পিকার নিজে ঠিকাদারকে ডাকেন। 

ঠিকাদার না আসায় পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচু মাইকে ঠিকাদার রফিকুল ইসলামকে দেখা করতে বললে, ঠিকাদার দেখা না করে সটকে পড়েন। 

অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী জানান, ‘ঠিকাদার নিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ডাকার পরে ঘটনাস্থল ত্যাগ করেন। 

এ বিষয়ে মোবাইল ফোনে ঠিকাদার রফিকুল ইসলাম বলেন, ‘আমি ডেপুটি স্পিকারকে রিসিপ করে চলে এসেছিলাম। কাজের মান ভালো হয়েছে।’

সাঁথিয়া উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ‘রোধের কারণে সড়কের বিটুমিন নরম হওয়ায় তা হাত ও পায়ের আঙুলের সঙ্গে উঠে আসছে।

শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় বাধা, ইট দিয়ে শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা

নৈশপ্রহরীদের বেঁধে ৫ জুয়েলারিতে ডাকাতি, ৫০ ভরি সোনার গয়না লুট

চাটমোহরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছিনতাই ও হত্যাচেষ্টার মামলায় চাটমোহর মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

৮ কুকুরছানা হত্যা: মায়ের সঙ্গে কারাগারে দুই বছরের শিশু

৮ কুকুরছানা হত্যা: গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি কারাগারে

আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

৮ কুকুরছানা হত্যায় সরকারি কর্মকর্তাকে বাসা ছাড়তে বাধ্য করল প্রশাসন, মামলার প্রস্তুতি

ঈশ্বরদীতে অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই যুবক আটক, পিস্তল-গুলি জব্দ

অস্ত্র হাতে যুবক জামায়াত কর্মী তুষার, দাবি পুলিশের