হোম > সারা দেশ > পাবনা

পদ্মায় ভাঙনরোধে জিও ব্যাগ ফেলা শুরু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পদ্মার ভাঙনরোধে পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের থানাপাড়ায় জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

আজ শুক্রবার সন্ধ্যায় সাঁড়ার ভাঙন কবলিত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস। এ সময় ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলী মালিথা, ইউপি চেয়ারম্যান রানা সরদার, পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সাঁড়া ইউনিয়নে নতুন করে ভাঙন শুরু হওয়ায় এলাকার নদী তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল। সাংসদের বিশেষ উদ্যোগে পানি উন্নয়ন বোর্ড প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে ভাঙন কবলিত এলাকায় বালুবোঝাই জিও বস্তা ফেলার কার্যক্রম শুরু করে। সাঁড়ার পাঁচটি স্পটে মোট ১৩০ মিটার দৈর্ঘ্য জিও ব্যাগ ডাম্পিং করা হবে। প্রতিটি ব্যাগের ওজন ২৫০ কেজি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘জিও ব্যাগ ডাম্পিং কাজের জন্য মোট পাঁচ প্যাকেজে কাজ করা হবে। প্রতিটি প্যাকেজের জন্য প্রাথমিক ব্যয় ৩০ লাখ টাকা। সাঁড়ায় অনেক এলাকাজুড়ে নদী ভাঙছে। এ অবস্থায় সাংসদের বিশেষ অনুরোধে পানি উন্নয়ন বোর্ড শুক্রবার থেকে জরুরি ভিত্তিতে ডাম্পিংয়ের শুরু করেছে। শিগগিরই ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা নিতে টেন্ডার আহ্বান করা হবে।’

নিখোঁজের ৫ দিন পর পাবনার বিলে হাত-পা ও মুখ বাঁধা কিশোরীর লাশ

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে