হোম > সারা দেশ > পাবনা

পাবনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়ায় ফুটবল খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে আরিফুল ইসলাম (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে হামলার শিকার হন তিনি। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরিফুল ইসলাম উপজেলার ছাতক বরাট গ্রামের শাহাদতের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সাঁথিয়ার গোপালপুর গ্রামের সঙ্গে আমিনপুর থানার দ্বারিয়াপুর গ্রামের মধ্যে ফুটবল খেলা চলছিল। এতে আরিফুল গোপালপুরের হয়ে খেলছিলেন। খেলা চলার সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে একজন আহত হয়। ওই ঘটনার জেরে রোববার দুপুরে গোপালপুর ব্রিজের পাশে আরিফুল ইসলামকে কুপিয়ে আহত করে দ্বারিয়াপুরের লোকজন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তিনি মারা যান। 

কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাঁথিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু

পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪