হোম > সারা দেশ > পাবনা

পাবনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়ায় ফুটবল খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে আরিফুল ইসলাম (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে হামলার শিকার হন তিনি। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরিফুল ইসলাম উপজেলার ছাতক বরাট গ্রামের শাহাদতের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সাঁথিয়ার গোপালপুর গ্রামের সঙ্গে আমিনপুর থানার দ্বারিয়াপুর গ্রামের মধ্যে ফুটবল খেলা চলছিল। এতে আরিফুল গোপালপুরের হয়ে খেলছিলেন। খেলা চলার সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে একজন আহত হয়। ওই ঘটনার জেরে রোববার দুপুরে গোপালপুর ব্রিজের পাশে আরিফুল ইসলামকে কুপিয়ে আহত করে দ্বারিয়াপুরের লোকজন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তিনি মারা যান। 

কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাঁথিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ