হোম > সারা দেশ > পাবনা

‘অপপ্রচার বন্ধ করা না হলে আইনের আশ্রয় নেওয়া হবে’

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। তাঁর বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে চাটমোহর পৌর সদরের একটি রেস্টুরেন্টের হলরুমে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় তিনি বলেন, অপপ্রচার বন্ধ করা না হলে আইনের আশ্রয় নেওয়া হবে। 

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘গত ২৩ মার্চ পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত একটি পত্রে আমাকে সভাপতি ও কুতুব উদ্দিনকে সম্পাদক করে চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়। 

‘এই কমিটি ঘোষণা করার পর থেকে সাবেক এক ছাত্রনেতা পদ–বাণিজ্যের মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে আমার ও আমার দলের সিনিয়র নেতাদের সন্মানহানি হচ্ছে।’ 

এ সময় মনিরুল বলেন, অপপ্রচার বন্ধ করা না হলে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান, বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক ফরহাদ নাসিম, আওয়ামী লীগ নেতা সেকেন্দার আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির হিমুসহ শতাধিক নেতা-কর্মী।

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক