হোম > সারা দেশ > পাবনা

‘অপপ্রচার বন্ধ করা না হলে আইনের আশ্রয় নেওয়া হবে’

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। তাঁর বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে চাটমোহর পৌর সদরের একটি রেস্টুরেন্টের হলরুমে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় তিনি বলেন, অপপ্রচার বন্ধ করা না হলে আইনের আশ্রয় নেওয়া হবে। 

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘গত ২৩ মার্চ পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত একটি পত্রে আমাকে সভাপতি ও কুতুব উদ্দিনকে সম্পাদক করে চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়। 

‘এই কমিটি ঘোষণা করার পর থেকে সাবেক এক ছাত্রনেতা পদ–বাণিজ্যের মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে আমার ও আমার দলের সিনিয়র নেতাদের সন্মানহানি হচ্ছে।’ 

এ সময় মনিরুল বলেন, অপপ্রচার বন্ধ করা না হলে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান, বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক ফরহাদ নাসিম, আওয়ামী লীগ নেতা সেকেন্দার আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির হিমুসহ শতাধিক নেতা-কর্মী।

নিখোঁজের ৫ দিন পর পাবনার বিলে হাত-পা ও মুখ বাঁধা কিশোরীর লাশ

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে