হোম > সারা দেশ > পাবনা

সরকারি চাল ফেলে পালালেন ‘এ ব্যবসায় নতুন’ কৃষক দলের নেতা

পাবনা ও চাটমোহর প্রতিনিধি

পাবনার চাটমোহরে জব্দ করা খাদ্যবান্ধব কর্মসূচির চাল। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা।

আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, অষ্টমনীষা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দ ৩০ বস্তা চাল একটি অটো ভ্যানে করে চাটমোহরে বিক্রির জন্য নিয়ে আসেন সেলিম। এ নিয়ে সন্দেহ হলে এলাকার লোকজন ভ্যানসহ বস্তাগুলো আটক করে। চালগুলো কোথাকার এবং কোথায় যাবে—এমন প্রশ্নে একেক সময় একেক কথা বলেন সেলিম।

এ ঘটনায় সেলিমকে আটক করে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে খবর দেওয়া হয়। তবে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কৌশলে পালিয়ে যান সেলিম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ চাল নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করেন ইউএনও।

যোগাযোগ করা হলে সেলিম বলেন, ‘কার্ডধারীরা আমার কাছে চালগুলো বিক্রি করেছেন। আমি এই ব্যবসায় নতুন, তাই বুঝতে পারিনি। আমার ভুল হয়ে গেছে। ইউএনও আসার খবর শুনে এবং এলাকার লোকজন ভয় দেখানোর পর আমি সেখান থেকে চলে আসি।’

এ বিষয়ে ইউএনও মুসা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। চালগুলো ডিলার কর্তৃক বিক্রি করা হয়নি। চালগুলো পার্শ্ববর্তী উপজেলার একটি ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া। যিনি চাল নিয়ে এসেছিলেন তাঁকে পাওয়া যায়নি। পরে নিলামের মাধ্যমে চাল খোলাবাজারে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা করা হয়েছে।’

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা