পাবনায় অবৈধভাবে পরিচালনার অভিযোগে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৯ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সদর উপজেলার চর আশুতোষপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান চালানো হয়। এ সময় কেআরবি ব্রিকস, এআরবি ব্রিকস ও আরএবি ব্রিকসে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ জরিমানা করা হয়। পরে এক্সকাভেটর দিয়ে ভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে দেন।