পাবনার বেড়া থানা-পুলিশ হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া চুরির মামলার আসামিকে চার দিন পর গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার তাঁকে মানিকগঞ্জের কাটগাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম।
ওই আসামির নাম সানোয়ার হোসেনকে (২২)। তিনি বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
বেড়া মডেল থানার ওসি হাদিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সানোয়ার এলাকার চিহ্নিত বখাটে ও একাধিক মাদক মামলার আসামি। তাঁর বিরুদ্ধে ৪২০ ধারায় আরও একটি মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’
থানা-পুলিশ বলছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার নতুন ভারেঙ্গা এলাকা থেকে চুরির অপরাধে স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় সানোয়ার হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে তিনি পালিয়ে যান।