হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে লেবুর কেজি ১৫ টাকা, লোকসানে চাষিরা

প্রতিনিধি চাটমোহর (পাবনা) 

পাবনার চাটমোহরে লেবুর চাহিদা বাড়লেও উৎপাদন ও সরবরাহ বেশি হওয়ায় হাট–বাজারে পানির চেয়ে কম দামে বিক্রি হচ্ছে লেবু। চাষিরা বাজারে লেবু বিক্রি করতে এসে পাইকারি ক্রেতা না পাওয়ায় বিক্রি করতে পারছেন না। মাস চারেক আগেও বেশ ভালো দামে লেবু বিক্রি করেছেন চাষিরা। কিন্তু দুই সপ্তাহ ধরে বাজারে লেবুর দর একেবারেই কমে গেছে। ১২ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ লেবুর দাম কমে যাওয়ায় দিশেহারা চাটমোহরের লেবুচাষিরা।

উপজেলার বিলচলন ইউনিয়নের বোথর গ্রামের সঞ্চিত চক্রবর্তী বলেন, `অসময়ে প্রায় ৪০ টাকা হালি লেবু বিক্রি করেছি। লাভজনক হওয়ায় গত দুই বছরে চাটমোহরের বিভিন্ন গ্রামের অনেক মানুষ লেবুর চাষ শুরু করেছেন। অনেক কৃষক এরই মধ্যে সফলতাও পেয়েছেন। কিন্তু বর্তমান সময়ে লেবুর দাম একেবারেই কমে গেছে। বাজারে প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায়।' 

চাটমোহর পৌর সদরের লেবু ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান, চাটমোহর থানা বাজারে প্রায়শই ১৫ টাকা দরে লেবু বিক্রি করছেন তিনি।

চাটমোহর উপজেলার কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০ হেক্টর জমিতে লেবুর চাষ হচ্ছে। চাটমোহরে বর্তমানে চায়না, থাই, সিডলেস ও দেশি পাতিলেবুর চাষ হচ্ছে। চায়না, থাই ও সিডলেস লেবুতে সারা বছরই কম–বেশি ফলন পাওয়া যায়। বর্তমানে লেবুর মৌসুম চলায় সরবরাহ বেশি, তাই দাম কমেছে।

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক