হোম > সারা দেশ > পাবনা

পাবনায় গণপূর্ত বিভাগের প্রকৌশলীকে মারধরের ঘটনায় মামলা

প্রতিনিধি, পাবনা

পাবনা গণপূর্ত বিভাগের অফিস কক্ষে উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। 

এই ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের ২০ ঘণ্টা পর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় আজ মঙ্গলবার বিকেলে মামলাটি নথিভুক্ত করা হয়। অভিযুক্ত নয়ন পাবনা পৌর এলাকার চকছাতিয়ানী মহল্লার মৃত হারুনুর রশিদের ছেলে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, 'মারধরের শিকার গণপূর্ত বিভাগের প্রকৌশলী আব্দুস সাত্তার বাদী হয়ে সোমবার সন্ধ্যার পর লিখিত অভিযোগ দিয়েছিলেন। পরে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় মঙ্গলবার বিকেলে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এই মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) ডেভিট হিমাদ্রি বর্মাকে। অভিযুক্ত ঠিকাদারকে ধরতে অভিযান চালানো হচ্ছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে আছেন। আশা করছি খুব শিগগিরই তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।' 

সরকারি কর্মকর্তার অফিসে ঢুকে গায়ে হাত দেওয়াকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, 'আমরা আইনগতভাবে এর ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ওই ঠিকাদারের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। 

এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার মোকছেদুল আলম নয়ন বলেন, 'মারধরের অভিযোগ সঠিক নয়। তাঁর সঙ্গে কথা-কাটাকাটি ও উত্তেজনা হয়েছে। এটা নিছক একটা ভুল-বোঝাবুঝি। তদন্তের মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি হওয়ার আশা করছি। 

প্রসঙ্গত, গতকাল সোমবার দুপুরে কার্যালয়ে ঢুকে উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারকে মারধরের অভিযোগ ওঠে প্রভাবশালী ঠিকাদার নয়নের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই প্রকৌশলী।  

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা