হোম > সারা দেশ > পাবনা

চলনবিলে অভিযান, ২৩ লাখ ৫০ হাজার টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

চলনবিলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জব্দ করা চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহর উপজেলায় চলনবিলে অভিযান চালিয়ে বিপুল চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চলে। জব্দ করা জালের মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা। পরে এই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হান্ডিয়াল ইউনিয়নের চলনবিলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৫৫০টি চায়না দুয়ারি জাল ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন আজকের পত্রিকাকে জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে হান্ডিয়াল ইউনিয়নের চলনবিল এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে জব্দ ৫৫০টি চায়না দুয়ারি জালের বর্তমান বাজারমূল্য ২২ লাখ টাকা ও ১৫ হাজার মিটার কারেন্ট জালের বর্তমান বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি জানান, অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় বাধা, ইট দিয়ে শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা

নৈশপ্রহরীদের বেঁধে ৫ জুয়েলারিতে ডাকাতি, ৫০ ভরি সোনার গয়না লুট

চাটমোহরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছিনতাই ও হত্যাচেষ্টার মামলায় চাটমোহর মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

৮ কুকুরছানা হত্যা: মায়ের সঙ্গে কারাগারে দুই বছরের শিশু

৮ কুকুরছানা হত্যা: গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি কারাগারে

আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

৮ কুকুরছানা হত্যায় সরকারি কর্মকর্তাকে বাসা ছাড়তে বাধ্য করল প্রশাসন, মামলার প্রস্তুতি

ঈশ্বরদীতে অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই যুবক আটক, পিস্তল-গুলি জব্দ

অস্ত্র হাতে যুবক জামায়াত কর্মী তুষার, দাবি পুলিশের