হোম > সারা দেশ > পাবনা

এক কুকুরের কামড়ে আহত শতাধিক

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়ায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এক কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সাঁথিয়া পৌর সদরের সাঁথিয়া, পিপুলিয়া, নওয়ানী, ফকিরপাড়া, শালঘর, কালাইচাড়া, পূর্বভবানীপুরসহ বেশ কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হাসপাতালে দেখা দেয় ভ্যাকসিনের সংকট ।

জানা গেছে, আজ শনিবার সকাল ১০টার দিকে একটি কুকুর এসে শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়েছে। পরে অনেক চেষ্টা করে কুকুরটিকে মারা হয়। কুকুরটি মানুষ ছাড়াও বেশ কয়েকটি গরু-ছাগলও কামড়িয়ে আহত করেছে।

হতদের মধ্যে রয়েছে বাছিরন (৪০), হাদিয়া (১২), মারজিয়া (২৩), রাব্বি (৭), প্রতিবন্ধী সাথী (১৮), শফিক (৯), চম্পা (৪২), নিহারা (৪০), ফারহান (৩), সামিউল (৪), জ্যোতি (আড়াই বছর), চম্পা (৬৫), সোহান (৭), জান্নাতুল (৮), রাহেলা (৮০), জিহাদ (৮), প্রতিবন্ধী গোলাম আযম (৩৫)।

হঠাৎ কুকুরের কামড়ে অনেকে আহত হওয়ায় ভ্যাকসিনের সংকটে পড়তে হয়েছে। পরে পাবনা জেলা সদর থেকে ভ্যাকসিন এনে সবাইকে দেওয়া হয়েছে।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আব্দুল্লাহ মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম ঘটনা সাধারণত ঘটে না। বিষয়টা হঠাৎ করে হওয়ায় আমাদের একটু বেগ পেতে হয়েছে। উপজেলা পরিষদের অনুদানের টাকা দিয়ে ভ্যাকসিন কিনে আমরা সবাইকে চিকিৎসা দিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, শনিবার দুপুর পর্যন্ত শতাধিক মানুষ কুকুরের কামড়ে আহত হয়। ভ্যাকসিন কেনার জন্য উপজেলা পরিষদের রোগী কল্যাণ তহবিল থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে ভ্যাকসিন সংগ্রহ করে রোগীদের সেবা দিতে। কেউ যেন সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রাখতে বলা হয়েছে।’

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু

পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪