হোম > সারা দেশ > পাবনা

আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচি, ভাঙ্গুড়ায় কাল ১৪৪ ধারা জারি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজার সংলগ্ন এলাকায় আগামীকাল সোমবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আওয়ামী লীগ–বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

আজ রোববার রাত ৮টার দিকে এ আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। 

স্থানীয় প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানির মূল্য বৃদ্ধি ও পুলিশের গুলিতে কয়েকজন নেতাকর্মী নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি। আগামীকাল সোমবার বিকেল ৫টায় শরৎনগর বাজার এলাকায় এ কর্মসূচি পালনের কথা। একই জায়গায় পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ। 

এ বিষয়ে ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘একই জায়গায় দুটি রাজনৈতিক দল কর্মসূচি ডাকায় আইন-শৃঙ্খলার অবনতি ও শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা রয়েছে। তাই আগামীকাল সকাল ৬ থেকে রাত ১২টা পর্যন্ত পৌরসভার শরৎনগর বাজার সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল হীরক বলেন, ‘দলীয় কর্মসূচি স্থগিতের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, ‘বিএনপি-জামায়াত যে কর্মসূচি দিয়েছে তা অযৌক্তিক। তাই আমরা দেশের উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম।’

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন