হোম > সারা দেশ > পাবনা

দৌড়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে দৌড়ে রেললাইন পার হতে গিয়ে চলন্ত ট্রেনের কাটা পড়ে শাজাহান আলী (৬০) নামেন এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ঈশ্বরদী রেলগেট লেভেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ঈশ্বরদীর সরকারি খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী ছিলেন। তবে তাঁর বাড়ি পাবনার বেড়া উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব।

এ নিয়ে ওসি মিহির রঞ্জন দেব বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের প্লাটফর্ম থেকে ফরিদপুরের ভাঙার দিকে যাচ্ছিল মধুমতি এক্সপ্রেস ট্রেন। ট্রেন চলে আসার সময় শাজাহান আলী রেলগেটের তীব্র যানজট এড়িয়ে দৌড়ে রাস্তা অতিক্রম করতে গেলে রেললাইনের ওপর হুমড়ি খেয়ে পড়ে যান। এ সময় তাঁর উপর দিয়ে চলে যায় ট্রেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে রেল পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করেন।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও দমকল বাহিনীর ইনচার্জ মকলেছুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন