হোম > সারা দেশ > পাবনা

চাকরি জাতীয়করণের দাবিতে ঈশ্বরদীর নকলনবিশদের কর্মবিরতি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

চাকরি জাতীয়করণের দাবিতে পাবনার ঈশ্বরদীর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত নকলনবিশেরা কর্মবিরতি পালন করেছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের মতো ঈশ্বরদীতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন তাঁরা। এ সময় সাব-রেজিস্ট্রি অফিসের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। 

এদিকে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত দুই দিনের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। 

কর্মবিরতি পালনের আগে গতকাল সকালে নকলনবিশেরা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে একত্রিত হন। এ সময় নকলনবিশেরা সাংবাদিকদের জানান, জমি বেচা-কেনা সংক্রান্ত কাজে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি তারাও দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন। কিন্তু দীর্ঘদিন দাবি জানানো সত্ত্বেও তাদের চাকরি জাতীয়করণ করা হয়নি। এতে দেশের প্রায় ১৮ হাজার নকলনবিশের পরিবার-পরিজনরা ভীষণ কষ্টে মানবেতর জীবন যাপন করছেন। 

তাঁরা আরও জানান, ১৯৫৮ সালে হাইকোর্ট, জজকোর্ট ও সরকারের অন্যান্য বিভাগে নকলনবিশদের চাকরি সরকারিকরণ হলেও রেজিস্ট্রি বিভাগে কর্মরত নকলনবিশদের চাকরি আজও পর্যন্ত সরকারিকরণ করা হয়নি। যা খুবই দুঃখজনক। 

নকলনবিশ সুজন আলী বলেন, ‘দাবি মানা না হলে আমরা আগামীতে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করব।’ 

এদিকে কর্মবিরতির চলাকালে গতকাল বুধবার ঈশ্বরদী সাব-রেজিস্ট্রি অফিসে শুধু জমি নিবন্ধন ছাড়া অন্যান্য কাজ বন্ধ থাকে। এতে ক্রেতা-বিক্রেতা ও দলিল লেখকদের বিড়ম্বনায় পড়তে হয়।

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার