হোম > সারা দেশ > পাবনা

চাকরি জাতীয়করণের দাবিতে ঈশ্বরদীর নকলনবিশদের কর্মবিরতি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

চাকরি জাতীয়করণের দাবিতে পাবনার ঈশ্বরদীর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত নকলনবিশেরা কর্মবিরতি পালন করেছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের মতো ঈশ্বরদীতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন তাঁরা। এ সময় সাব-রেজিস্ট্রি অফিসের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। 

এদিকে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত দুই দিনের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। 

কর্মবিরতি পালনের আগে গতকাল সকালে নকলনবিশেরা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে একত্রিত হন। এ সময় নকলনবিশেরা সাংবাদিকদের জানান, জমি বেচা-কেনা সংক্রান্ত কাজে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি তারাও দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন। কিন্তু দীর্ঘদিন দাবি জানানো সত্ত্বেও তাদের চাকরি জাতীয়করণ করা হয়নি। এতে দেশের প্রায় ১৮ হাজার নকলনবিশের পরিবার-পরিজনরা ভীষণ কষ্টে মানবেতর জীবন যাপন করছেন। 

তাঁরা আরও জানান, ১৯৫৮ সালে হাইকোর্ট, জজকোর্ট ও সরকারের অন্যান্য বিভাগে নকলনবিশদের চাকরি সরকারিকরণ হলেও রেজিস্ট্রি বিভাগে কর্মরত নকলনবিশদের চাকরি আজও পর্যন্ত সরকারিকরণ করা হয়নি। যা খুবই দুঃখজনক। 

নকলনবিশ সুজন আলী বলেন, ‘দাবি মানা না হলে আমরা আগামীতে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করব।’ 

এদিকে কর্মবিরতির চলাকালে গতকাল বুধবার ঈশ্বরদী সাব-রেজিস্ট্রি অফিসে শুধু জমি নিবন্ধন ছাড়া অন্যান্য কাজ বন্ধ থাকে। এতে ক্রেতা-বিক্রেতা ও দলিল লেখকদের বিড়ম্বনায় পড়তে হয়।

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক