হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় তৃতীয়বারের মতো ওয়ার্ড কাউন্সিলর মজনু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সরকার মোফাজ্জল হোসেন মজনুকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আজ বুধবার রিটার্নিং অফিসার তাঁকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন। এতে করে তৃতীয়বারের মতো ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হলেন সরকার মোফাজ্জল হোসেন মজনু। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের আগে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুর রহিম মারা যান। ফলে এ ওয়ার্ডটির নির্বাচন স্থগিত হয়ে যায়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে সরকার মোফাজ্জল হোসেন মজনু ও হাসিনুর রহমান মনোনয়নপত্র জমা দেন। কিন্তু গত মঙ্গলবার ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসিনুর রহমান তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে নিয়ম অনুযায়ী আজ বুধবার রিটার্নিং অফিসার সরকার মোফাজ্জল হোসেন মজনুকে একক প্রার্থী হিসেবে তাঁকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন। 

এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, গত মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে আবেদন করলে তা গ্রহণ করা হয়। নির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় নিয়ম অনুযায়ী সরকার মোফাজ্জল হোসেন মজনু কে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা