হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদী রেলস্টেশন ইয়ার্ডে ট্রেনের বগিতে আগুন দিল দুর্বৃত্তরা 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী জংশন স্টেশন ইয়ার্ডে ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

আজ সোমবার রাতে জংশন স্টেশন প্ল্যাটফর্মের উত্তর পাশে রেল ইয়ার্ড ওয়াশফিডে এ ঘটনা ঘটে। এর পরপরই ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেল পুলিশের সহযোগিতায় আগুন নেভান। 

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে ৮টার পরপরই ঈশ্বরদী জংশন স্টেশনে ট্রেনে আগুন দেওয়ার খবর শুনে তাদের দুটি ইউনিট রওনা দেয়। ইউনিট দুটি স্টেশনের ইয়ার্ডে এসে ওয়াশফিডে ট্রেনের বগির আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঢাকা মেইল ৯৯ আপ ট্রেনের ৫৫৫৬ নম্বর কোচের বগির ১১টি সিট পুড়ে গেছে। এ ছাড়া আগুনে ভেতরে আরও কিছু ক্ষতি হয়েছে। তবে ওই ট্রেনে কোনো যাত্রী ছিল না। বেসরকারি ব্যবস্থাপনায় চলা এ ট্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য ওয়াশফিড ইয়ার্ডে রাখা হয়েছিল বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। 

ঘটনার পরপরই ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকারসহ রেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। 

ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, ‘কারা ওই ট্রেনের বগিতে আগুন দিয়েছে, তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ট্রেনের বগিতে আগুন দিয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘ঈশ্বরদী রেলস্টেশন ইয়ার্ডের চারপাশই খোলা। বিশাল এই ইয়ার্ডের কারণে রেল পুলিশ বা রেল নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওয়াশফিড এলাকায় ছিল না। এখানে কোনো সিসি ক্যামেরাও বসানো হয়নি। খোঁজখবর নিচ্ছি। তথ্য পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

ঘটনাস্থল পরিদর্শন করে ঈশ্বরদী পৌরসভার মেয়র এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দেশের সর্ববৃহৎ ঈশ্বরদী জংশন স্টেশন ইয়ার্ডে রক্ষণাবেক্ষণের জন্য সিসি ক্যামেরা না থাকায় পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ এবং অবিলম্বে ইয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপনের জন্য রেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন।

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন