জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বৈষম্য এখনো দূর হয়নি, সাময়িক স্বস্তি এসেছে। মাত্র দুই মাসের ব্যবধানে এই বাংলাদেশ পাল্টাবে কেউ কল্পনাও করতে পারেনি। ছোটখাটো সমস্ত বৈষম্য দূর করা হবে ইনশা আল্লাহ।’
আজ শনিবার বেলা ১১টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জামায়াতের পাবনা জেলার ষাণ্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির এ কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘জামায়াতে ইসলামীর প্রত্যেক সদস্য আগে পাল্টাবে, তারপর তারা দেশটাকে পাল্টাবে। আল্লাহর সৃষ্টি যা আছে, সবগুলোকে সম্মান করতে হবে। মানুষকে মানুষ হিসেবে মনে করব এবং আল্লাহর পথে ডাকব। আগস্ট বিপ্লব আমাদের হুদাইবিয়ার পরিবেশ সৃষ্টি করেছে। যারা বুক পেতে লড়াই করেছে, আল্লাহ তাদের দিনের জন্য বকুল করুন।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের বিরোধিতা যাঁরা করেন, আমি তাঁদের অভিনন্দন জানাই। তাঁরা বিরোধিতা করেন বলেই এই সংগঠনের চর্চা হয়। আমরা যেটা সবার কাছে পৌঁছাতে পারতাম না, তাঁরা সেটা পৌঁছে দেন। পাবনার একটি ঘরও বাকি থাকবে না, যেখানে আমরা তাওহিদের দাওয়াত পৌঁছাব না।’
রুকন সম্মেলনের পর দুপুরে জামায়াতের আমির পাবনা দারুল আমান ট্রাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে দেখা করবেন। বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।