হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় এক রাতে পাঁচটি গরু চুরি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় এক রাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে উপজেলার ভাঙ্গুড়া দক্ষিণপাড়া ও ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর মূল্য সাড়ে ৮ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ঘুমোতে যাওয়ার আগে গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রেখে যান দক্ষিণপাড়ার কৃষক মজিবর রহমান ও ভবানীপুর পশ্চিমপাড়ার ব্যবসায়ী রাকাত আলী। ফজর নামাজের সময় গরুগুলোকে খেতে দিতে গেলে তাঁরা দেখেন গোয়ালঘরে গরু নেই। আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরু না পেয়ে ঘটনাটি থানার পুলিশকে জানানো হয়। 

এ বিষয়ে ভুক্তভোগী কৃষক মজিবর রহমান বলেন, `গাভি পালন ও সামান্য জমি চাষ করে আমার সংসার চলত। গতকাল রাতে চোরেরা আমার গোয়ালঘরে রাখা একটি গাভি, একটি বকনা ও একটি বকনা বাছুর চুরি করে নিয়ে যায়। গরুগুলোর মূল্য প্রায় ৫ লাখ টাকা। গরুগুলো হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছে।' 
 
আরেক ভুক্তভোগী গরু ব্যবসায়ী রাকাত আলী বলেন, গতকাল রাত ১টার দিকে ঘুমোতে যাওয়ার আগে গরু দুটি গোয়ালেই বাধা ছিল। ফজরের নামাজের সময় উঠে দেখি গোয়ালঘরের তালা ভাঙা। গোয়ালঘরে রাখা আমার বকনা দুটি চুরি হয়ে গেছে। চুরি যাওয়া গরু দুটির মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
 
এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল আহসান আজকের পত্রিকাকে বলেন, `খবর পাওয়ার পরেই আশপাশের থানাগুলোতে খবর পাঠিয়েছি। চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর শনাক্তের জন্য চেষ্টা চালানো হচ্ছে।' 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু

পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু মার্চেই: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বিশ্ববিদ্যালয়ছাত্র নাফিউল হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে, ধরছে না পুলিশ: অভিযোগ বাবা-মায়ের

আটটি কুকুরছানা হত্যা: সেই নিশি রহমানের জামিন মঞ্জুর

মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বিস্ফোরক মামলায় আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জেলে