হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় এক রাতে পাঁচটি গরু চুরি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় এক রাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে উপজেলার ভাঙ্গুড়া দক্ষিণপাড়া ও ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর মূল্য সাড়ে ৮ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ঘুমোতে যাওয়ার আগে গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রেখে যান দক্ষিণপাড়ার কৃষক মজিবর রহমান ও ভবানীপুর পশ্চিমপাড়ার ব্যবসায়ী রাকাত আলী। ফজর নামাজের সময় গরুগুলোকে খেতে দিতে গেলে তাঁরা দেখেন গোয়ালঘরে গরু নেই। আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরু না পেয়ে ঘটনাটি থানার পুলিশকে জানানো হয়। 

এ বিষয়ে ভুক্তভোগী কৃষক মজিবর রহমান বলেন, `গাভি পালন ও সামান্য জমি চাষ করে আমার সংসার চলত। গতকাল রাতে চোরেরা আমার গোয়ালঘরে রাখা একটি গাভি, একটি বকনা ও একটি বকনা বাছুর চুরি করে নিয়ে যায়। গরুগুলোর মূল্য প্রায় ৫ লাখ টাকা। গরুগুলো হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছে।' 
 
আরেক ভুক্তভোগী গরু ব্যবসায়ী রাকাত আলী বলেন, গতকাল রাত ১টার দিকে ঘুমোতে যাওয়ার আগে গরু দুটি গোয়ালেই বাধা ছিল। ফজরের নামাজের সময় উঠে দেখি গোয়ালঘরের তালা ভাঙা। গোয়ালঘরে রাখা আমার বকনা দুটি চুরি হয়ে গেছে। চুরি যাওয়া গরু দুটির মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
 
এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল আহসান আজকের পত্রিকাকে বলেন, `খবর পাওয়ার পরেই আশপাশের থানাগুলোতে খবর পাঠিয়েছি। চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর শনাক্তের জন্য চেষ্টা চালানো হচ্ছে।' 

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২