হোম > সারা দেশ > পাবনা

বিদ্যুতায়িত মেয়েকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়েরও

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার আতাইকুলায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলার থানার কাচারপুর পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন মা আরজিনা খাতুন (৪৫) ও মেয়ে অরশা খাতুন (১৩)। তাঁরা ওই গ্রামের মো. নবাব উদ্দিন খানের স্ত্রী-মেয়ে। মেয়ে অরশা খাতুন কাচারপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ঘরের সামনে বৃষ্টির পানিতে গোসল করছিল মেয়ে অরশা খাতুন। গোসল করে গোয়ালঘরে ওঠার সময় লোহার দরজায় লেগে বিদ্যুতায়িত হয় সে। বিদ্যুতের তার ছিঁড়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুতায়িত হয়ে মারা যান। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে। তাঁদের একনজর দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয়রা। 

নিহত আরজিনা খাতুনের স্বামী নবাব উদ্দিন খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদ্রাসায় পড়াচ্ছিলাম। মেয়ে আমার খুব মেধাবী ছিল। কিন্তু আজকে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মেয়ের সঙ্গে স্ত্রীও চলে যাওয়াতে সর্বনাশ হয়ে গেল। একদম এতিম হয়ে গেলাম।’ 

এ বিষয়ে আতাইকুলা ওসি হাবিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই মা-মেয়ে মারা গেছে। বৃষ্টির দিনে সবাইকে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেন তিনি।

নিখোঁজের ৫ দিন পর পাবনার বিলে হাত-পা ও মুখ বাঁধা কিশোরীর লাশ

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে