হোম > সারা দেশ > পাবনা

নিখোঁজের পরদিন জলাশয় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর জলাশয় থেকে আব্দুল মজিদ (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা-পুলিশ। গতকাল রোববার রাতে নিজের চায়ের দোকানে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। আজ সোমবার বিকেল ৬টার দিকে বাড়ির পাশের এক জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

আব্দুল মজিদ পৌরসভার রেললাইন পাড়ার আরিফ সরদারের ছেলে। পেশায় তিনি একজন চা বিক্রেতা। ঠিকমতো চোখে দেখতে পান না তিনি। পুলিশের ধারণা, ওই লোকটি চোখে ঠিকমতো দেখতে না পাওয়ায় রাতে বাড়ি ফিরতে গিয়ে জলাশয়ের পানিতে ডুবে মারা গেছেন।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজের চায়ের দোকানে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন বৃদ্ধ আব্দুল মজিদ। সারাদিন খোঁজাখুঁজি করেও তাঁকে কোথাও পাওয়া যায়নি। আজ বিকেলে বাড়ির পাশের জলাশয়ে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, বৃদ্ধ লোকটি রোববার রাতের বেলায় কোনো এক সময় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে মারা গেছেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্নও নেই। এ ঘটনায় মৃতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু