হোম > সারা দেশ > পাবনা

নিখোঁজের পরদিন জলাশয় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর জলাশয় থেকে আব্দুল মজিদ (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা-পুলিশ। গতকাল রোববার রাতে নিজের চায়ের দোকানে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। আজ সোমবার বিকেল ৬টার দিকে বাড়ির পাশের এক জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

আব্দুল মজিদ পৌরসভার রেললাইন পাড়ার আরিফ সরদারের ছেলে। পেশায় তিনি একজন চা বিক্রেতা। ঠিকমতো চোখে দেখতে পান না তিনি। পুলিশের ধারণা, ওই লোকটি চোখে ঠিকমতো দেখতে না পাওয়ায় রাতে বাড়ি ফিরতে গিয়ে জলাশয়ের পানিতে ডুবে মারা গেছেন।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজের চায়ের দোকানে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন বৃদ্ধ আব্দুল মজিদ। সারাদিন খোঁজাখুঁজি করেও তাঁকে কোথাও পাওয়া যায়নি। আজ বিকেলে বাড়ির পাশের জলাশয়ে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, বৃদ্ধ লোকটি রোববার রাতের বেলায় কোনো এক সময় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে মারা গেছেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্নও নেই। এ ঘটনায় মৃতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার