হোম > সারা দেশ > পাবনা

২০ বছর পর আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন হবে আগামীকাল রোববার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

দীর্ঘ ২০ বছর পর পাবনার আটঘরিয়ায় সম্মেলনের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হচ্ছে। আগামীকাল রোববার দুপুর ২টায় উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়েছে।

জানা যায়, সম্মেলনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে চারজন তাঁদের প্রার্থিতা প্রকাশ করে ব্যানার ও পোস্টারে ছেয়ে দিয়েছেন উপজেলা সদর, দেবোত্তরসহ বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থান। সম্মেলনে আগত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে দ্বিতীয় অধিবেশন শুরু করা হবে। 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নূরুজ্জামান বিশ্বাস। সম্মেলনের উদ্বোধন করবেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. শহিদুল ইসলাম রতন এবং সাধারণ সম্পাদক মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল। 

উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোবারক হোসেন ও মো. শরিফুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা