হোম > সারা দেশ > পাবনা

ছেলের এলোপাতাড়ি কোপ থেকে পুত্রবধূকে রক্ষা করতে গিয়ে খুন হলেন মা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে পারিবারিক কলহের জেরে মো. ইছামুদ্দিন (৩০) নামের এক ব্যক্তি দা দিয়ে স্ত্রীকে আঘাত করছিলেন। এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে গেলে নিজের মা-বাবাকেও এলোপাতাড়ি কোপাতে থাকেন তিনি। তাতে ঘটনাস্থলেই মারা যান তাঁর মা ছারেদা খাতুন (৬৫)। গতকাল শুক্রবার রাতে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইছামুদ্দিনের বাবা সোবাহান মোল্লা (৭০) ও স্ত্রী ডলি খাতুন (২৫)। তাঁদের মুমূর্ষু অবস্থায় প্রথমে চাটমোহর এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ইছামুদ্দিন পলাতক রয়েছেন।

নিহত ছারেদা খাতুনের বড় ছেলে সাজিদুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ইছামুদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হচ্ছিল। একপর্যায়ে স্ত্রী ডলি খাতুনের হাতে দা দিয়ে কোপ দেন ইছামুদ্দিন। তখন তাঁর মা ও বাবা থামাতে এগিয়ে গেলে তাঁদেরও দা দিয়ে কোপাতে থাকেন তিনি। ধারালো দায়ের আঘাতে ছারেদা খাতুন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন তাঁর বাবা সোবাহান মোল্লা ও স্ত্রী ডলি খাতুন। তাঁদের রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিখোঁজের ৫ দিন পর পাবনার বিলে হাত-পা ও মুখ বাঁধা কিশোরীর লাশ

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে