পাবনার ফরিদপুরে বড়াল নদে গোসলে নেমে তিন্নি খাতুন (১১) ও তাঁর চাচাতো ভাই জোবায়ের আহমেদ (৭) পানিতে ডুবে মারা গেছে।
আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তিন্নি ফরিদপুর উপজেলার উত্তর থানাপাড়া এলাকার আবু সামা কাউন্সিলের মেয়ে এবং জোবায়ের একই এলাকার আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা মুরাদ হোসেন জানান, পরিবারের অজান্তে বেলা দেড়টার দিকে বাড়ির পাশে বড়াল নদে গোসল করতে নামে দুই ভাইবোন। সাঁতার না জানার কারণে তারা পানিতে তলিয়ে যায়। তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে স্বজন ও এলাকাবাসী।
কিছুক্ষণ পর নদীতে তল্লাশি চালিয়ে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। তাদের দ্রুত গোপালনগর সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এমন আকস্মিক ঘটনায় উভয় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ওসি হাসনাত জামান বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।