হোম > সারা দেশ > নোয়াখালী

সেই পুকুরে কুমির নয় গুইসাপ, দাবি বন বিভাগের

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় পুকুরে কুমির সদৃশ প্রাণী। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়া পৌরসভার একটি পুকুরে কুমির দেখা গেছে—এমন খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, বিশাল আকারের কুমিরটি কয়েকবার মাথা ও পিঠ তুলে ভেসে উঠেছিল। কুমির-আতঙ্কে রাত জেগে পাহারাও দিয়েছেন বাসিন্দারা।

গতকাল বুধবার হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মজির উদ্দিন মিয়ার বাড়ির পুকুরে প্রাণীটি দেখতে ভিড় করেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস, বন বিভাগের কর্মীরা এলেও উদ্ধার করা সম্ভব হয়নি।

পুকুরের মালিক মাসুদ শরীফ জানান, তিন দিন আগে এক দোকানদার তাঁর বাড়ির পাশে কুমির দেখতে পান। গতকাল বিকেলে তাঁর স্ত্রী পুকুরে কুমিরটি দেখে বিষয়টি ফায়ার সার্ভিস ও বন বিভাগকে জানান। তারা এলেও কুমির উদ্ধার না করেই ফিরে যায়। আজ (বৃহস্পতিবার) বন বিভাগ পুকুরে জাল ফেলেও কুমিরের কোনো অস্তিত্ব পায়নি।

এ বিষয়ে বন বিভাগের জাহাজমারা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা এ কে এম আরিফুজ্জামান জানান, ১০ জন জেলে দিয়ে তল্লাশি চালানো হলেও কিছু পাওয়া যায়নি। তাঁদের ধারণা, মানুষ বড় আকারের গুইসাপ দেখেই কুমির ভেবেছে। পুকুরের চারপাশ পাকা হওয়ায় কুমির প্রবেশের সম্ভাবনাও নেই বলে জানান তিনি।

তবে স্থানীয়রা এখনো আতঙ্কে আছেন এবং পুকুর এলাকায় শিশুদের যেতে নিষেধ করছেন। বিষয়টি নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ।

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম