হোম > সারা দেশ > নোয়াখালী

দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা তারেককে টাকা দেন: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই সরকারেরই দুর্নীতিবাজ কর্মকর্তারা টাকা দেন বলে অভিযোগ করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে কাদের মির্জা এমন কথা বলেন। তিনি আওয়ামী লীগের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই।

লাইভে তারেক রহমানের উদ্দেশে কাদের মির্জা বলেন, ‘আপনি টাকার বাহাদুরি দেখান? দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা আপনাকে টাকা দেয়। এবার আপনাদের নির্বাচনে আসতেই হবে। কারণ, আপনি যে হারে মনোনয়ন বাণিজ্য করেছেন, এতে নির্বাচনে না গেলে ওদের টাকাও ফেরত দেবেন না। ফলে মনোনয়ন না পেলে ওই নেতারা নিষ্ক্রিয় হয়ে যাবে। তখন মুসলিম লীগে পরিণত হবে বিএনপি।’

এ সময় নির্বাচনের আগে দলকে চাঙা করতে প্রধানমন্ত্রীর উদ্দেশে পরামর্শমূলক অনেক কথা বলেন কাদের মির্জা। তৃণমূলের সঙ্গে যোগাযোগ নেই এমন প্রবাসীদের জন্য ১০টি আসন সংরক্ষিত করার প্রস্তাব করেন।

এ ছাড়া নেতাদের কার্যক্রম তদারকি করার জন্য প্রত্যেক জেলায় এক বা দুইজন নেতাকে দায়িত্ব দেওয়ার অনুরোধ করেন কাদের মির্জা। যাদের প্রস্তাবের ভিত্তিতে সামনের নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন দিলে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও মত দেন এই আওয়ামী লীগ নেতা।

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান