হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে চার দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চার দফা দাবিতে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করেছে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের ক্লাস বর্জন করে স্কুলের গেইটে ও সুপারিনটেনডেন্টের কক্ষের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় তারা স্কুলের সুপারিনটেনডেন্টের দুর্নীতির বিচার ও পদত্যাগ, শিক্ষকদের সাথে অসদাচরণের বিচার ও স্কুলে এমপিও কার্যক্রম চালুর দাবিতে নানান শ্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, এ স্কুলে পড়তে প্রতিবছর ১০ হজার টাকা দিতে হয়। স্কুলটি ২০১৯ সালে এমপিওভূক্ত হলেও আজও এমপিও কার্যক্রম চালু করা হয়নি। সুপারিনটেনডেন্টের ও তাঁর ভাই স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন। তারা স্কুলে পরিবারতন্ত্র গড়ে তুলেছেন। শিক্ষার্থীরা সুপারিনটেনডেন্টের পদত্যাগ, তার বিরুদ্ধে দুর্নীতির বিচার ও শিক্ষার্থীদের পড়ালেখার খরচ কমানোর দাবি করেন।

এর আগে স্কুলের ৮ জন শিক্ষক ও ২ জন কর্মচারী জানান, ২০২২ সালের ১৩ নভেম্বর পাবলিক পরীক্ষা থেকে উদ্ধৃত টাকা স্কুলের ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাত করা, সনদ না থাকা সত্ত্বেও অধ্যক্ষ তার ভাই আইয়ুব আলী এবং আপন শ্যালক ফিরোজ আলম শিবলুকে ট্রেড ইন্সট্রক্টর (ইলেট্রিক্যাল) পদে নিয়োগ দেয়। এ ছাড়া ওই সময় ইন্ড্রাট্রিয়াল ট্রেনিংয়ের নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় ও শিক্ষকদের সাথে সব সময় খারাপ আচরণের বিষয়ে অধ্যক্ষ মো. শাহজাহানের বিরুদ্ধে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন স্কুলের শিক্ষকেরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ মো. শাহজাহান বলেন, ‘এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে তলব করেছে, সেখানে কথা বলব।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি শুনেছি। তারা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরে গেছে। অভিযোগের আলোকে সমস্যা সমাধান করা হবে।’

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ