হোম > সারা দেশ > নোয়াখালী

বাবার বাড়ি যাওয়ার পথে ট্রেনেই শিশুর জন্ম দিলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি

ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে ছেলেসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর সঙ্গে বাবার বাড়ি যাচ্ছিলেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা স্টেশনের কাছাকাছি রসুলপুর রেলক্রসিং এলাকায় ট্রেনের ভেতরে জন্ম হয় নবজাতকের। বর্তমানে নবজাতক ও মা দুজনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

বর্তমানে মা ও নবজাতক কুমিল্লা নগরীর শাসনগাছা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রয়েছে।

প্রসূতি নারীর নাম তানিয়া আক্তার (১৯)। তিনি নরসিংদী জেলার মাধবদী এলাকার এরশাদ মিয়ার স্ত্রী। তানিয়া আক্তারের বাড়ি নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর এলাকায়।

ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শী মাঈন উদ্দিন বাবলু বলেন, ‘নরসিংদী স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসের ‘খ’ বগির ৪৮-৪৯ নম্বর সিটে ওঠেন এরশাদ-তানিয়া দম্পতি। ট্রেনটি রসুলপুর রেলক্রসিং এলাকায় আসতেই ওই নারীর প্রসবব্যথা শুরু হয়। বিষয়টি জানতে পেরে ট্রেনে কর্তব্যরত গার্ডরা ওই বগির পুরুষ যাত্রীদের অন্য বগিতে সরিয়ে নেন। পরে সেখানে থাকা নারী যাত্রীদের সহযোগিতায় প্রসবের ব্যবস্থা করা হয়। সবার সহযোগিতায় চলন্ত ট্রেনেই নিরাপদে ছেলেসন্তানের জন্ম দেন তানিয়া। পরে ট্রেনটি কুমিল্লা স্টেশনে থামলে ট্রেনে কর্তব্যরতরা দ্রুত মা ও নবজাতককে একটি হাসপাতালে ভর্তি করেন।’

নবজাতকের বাবা এরশাদ মিয়া বলেন, ‘আমার স্ত্রী ও সন্তান দুজনই সুস্থ আছে। বর্তমানে তারা কুমিল্লা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছে।’ 

হাসপাতালের চিকিৎসক ডা. বাধন জানান, ‘বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ রয়েছে। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান