হোম > সারা দেশ > নোয়াখালী

বাবার বাড়ি যাওয়ার পথে ট্রেনেই শিশুর জন্ম দিলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি

ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে ছেলেসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর সঙ্গে বাবার বাড়ি যাচ্ছিলেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা স্টেশনের কাছাকাছি রসুলপুর রেলক্রসিং এলাকায় ট্রেনের ভেতরে জন্ম হয় নবজাতকের। বর্তমানে নবজাতক ও মা দুজনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

বর্তমানে মা ও নবজাতক কুমিল্লা নগরীর শাসনগাছা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রয়েছে।

প্রসূতি নারীর নাম তানিয়া আক্তার (১৯)। তিনি নরসিংদী জেলার মাধবদী এলাকার এরশাদ মিয়ার স্ত্রী। তানিয়া আক্তারের বাড়ি নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর এলাকায়।

ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শী মাঈন উদ্দিন বাবলু বলেন, ‘নরসিংদী স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসের ‘খ’ বগির ৪৮-৪৯ নম্বর সিটে ওঠেন এরশাদ-তানিয়া দম্পতি। ট্রেনটি রসুলপুর রেলক্রসিং এলাকায় আসতেই ওই নারীর প্রসবব্যথা শুরু হয়। বিষয়টি জানতে পেরে ট্রেনে কর্তব্যরত গার্ডরা ওই বগির পুরুষ যাত্রীদের অন্য বগিতে সরিয়ে নেন। পরে সেখানে থাকা নারী যাত্রীদের সহযোগিতায় প্রসবের ব্যবস্থা করা হয়। সবার সহযোগিতায় চলন্ত ট্রেনেই নিরাপদে ছেলেসন্তানের জন্ম দেন তানিয়া। পরে ট্রেনটি কুমিল্লা স্টেশনে থামলে ট্রেনে কর্তব্যরতরা দ্রুত মা ও নবজাতককে একটি হাসপাতালে ভর্তি করেন।’

নবজাতকের বাবা এরশাদ মিয়া বলেন, ‘আমার স্ত্রী ও সন্তান দুজনই সুস্থ আছে। বর্তমানে তারা কুমিল্লা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছে।’ 

হাসপাতালের চিকিৎসক ডা. বাধন জানান, ‘বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ রয়েছে। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬