হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪, ছিনতাইকৃত সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে ডাচ্‌-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ছিনতাইকৃত ১৯ লাখ টাকার মধ্যে ৪ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা উদ্ধার এবং ছিনতাইকারীদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম সংবাদ সম্মেলনে তথ্যগুলো নিশ্চিত করেন। এ ঘটনায় ছিনতাইকারী দলের সদস্য যুবলীগ নেতা আমিরুল ইসলাম সুজনসহ (২৮) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ওই এলাকার মৃত অজি উল্লার ছেলে আমিরুল ইসলাম সুজন (২৮), চৌমুহনীর করিমপুর এলাকার আবুল কাশেমের ছেলে জুবায়েদ হোসেন বিপ্লব (২৮), হাজীপুর এলাকার বেলাল হোসেনের ছেলে পারভেজ (৩০) এবং গণিপুর এলাকার আবুল হোসেনের ছেলে সাহবুদ্দিন (৩৭)। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুন চৌমুহনীর আটিয়াবাড়ি ব্রিজ এলাকা থেকে ডাচ্‌-বাংলা এজেন্ট ব্যাংকের মাস্টার এজেন্ট ‘এসবি টেলিকম’-এর ব্যাংক থেকে উত্তোলনকৃত ১৯ লাখ টাকা বিভিন্ন শাখায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হন মোজাম্মেল হোসেন জামশেদ। ব্যাংক থেকে টাকা নিয়ে সড়কের দিকে আসার সময় জামশেদের গতি রোধ করে তাঁদের কাছ থেকে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারী দলের গ্রেপ্তারকৃত সদস্যরা। পরে এ ঘটনায় গত ২১ জুন এজেন্টের পরিচালক সাইফুল বাশার বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, মামলার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির ভিত্তিতে গত বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বেগমগঞ্জ থানার সহযোগিতায় চৌমুহনীর গণিপুর, পৌর করিমপুর ও দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে যুবলীগের নেতা সুজনসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাহাবুদ্দিনের বাড়ি থেকে ছিনতাইকৃত ৪ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। ১৬৪ ধারায় তাদের জবানবন্দি এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তাদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে। 

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা