হোম > সারা দেশ > নোয়াখালী

সেনবাগে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সবুজ (৪২) ও নজরুল ইসলাম (৪৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাচ্চু নামের আরও একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সির হাটে হাজী তবারক আলী সুপার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ ও নজরুল ইসলামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্ব দৌলা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছমিরমুন্সির হাট এলাকার হাজী তবারক আলী সুপার মার্কেটের পাশে আয়েশা সিদ্দিকি বালিকা মাদ্রাসার পাঁচতলা ভবনে কাজ শুরু হওয়ার কথা ছিল। ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষার জন্য সকাল থেকে নির্ধারিত স্থানে কাজ করছিলেন নির্মাণাধীন প্রতিষ্ঠানের কয়েকজন টেকনিশিয়ান ও শ্রমিক। কাজ করার সময় অসাবধানতাবশত একটি স্টিলের পাইপ ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান সবুজ ও নজরুল। ঘটনায় আহত বাচ্চুকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ