হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় মাছ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ১৬ জেলের কারাদণ্ড

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে যাওয়ার সময় ১৭ জেলেকে গ্রেপ্তার ও মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় তাঁদের মধ্যে ১৬ জনকে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একজন শিশু হওয়ায় ছেড়ে দেওয়া হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘২২ দিনের নিষেধাজ্ঞায় আমরা প্রতিদিন নদীতে অভিযান পরিচালনা করে আসছি। ২ নভেম্বর পর্যন্ত আমাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে।’ 

আজ বিকেলে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিণ পাশে মেঘনা নদী থেকে ট্রলারটি ১৭ জনকে আটক করা হয়। এমভি ফাইজা নামের মাছ ধরার ট্রলারটির মালিক ভোলার চরফ্যাশন উপজেলার মো. শরিফ। 

এ বিষয়ে কোস্টগার্ড জানায়, প্রতিদিনের ন্যায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরীর নেতৃত্বে নদীতে অভিযানে যায় কোস্টগার্ডের একটি দল। এ সময় একটি ট্রলার তাঁদের পাশ দিয়ে দ্রুত গতিতে সাগরের দিকে যাওয়ার সময় গতিরোধ করে থামানো হয়। পরে তল্লাশি করে ট্রলারের মধ্যে জাল ও বরফ পাওয়া যায়। তাঁরা নিষেধাজ্ঞার মধ্যে সাগরে গিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে ঘাট থেকে ছেড়ে আসে। 

পরে ১৭ জেলেসহ ট্রলারটি আটক করে কোস্টগার্ডের হাতিয়া স্টেশন তমরদ্দিতে নিয়ে আসা হয়। সন্ধ্যায় কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে ইউএনও সুরাইয়া আক্তার লাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে জানায় কোস্টগার্ড।

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম