হোম > সারা দেশ > নোয়াখালী

পাড়ে জুতা, পুকুরে বস্তায় মিলল কুকুরের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি

পুকুর থেকে বস্তাবন্দী কুকুরের মরদেহ মিলে। ছবি: আজকের পত্রিকা

পুকুরপাড়ে পড়ে ছিল এক জোড়া জুতা। পুকুরে ভাসছিল বস্তা। আর এটি থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ। এক নারী দুর্গন্ধময় বস্তাটি দেখতে পান। এরপরই পুকুরে বস্তাবন্দী মানুষের লাশ বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পুলিশ এসে বস্তাটি উদ্ধার করে দেখে, ভেতরে কোনো মানুষের লাশ নয়; বরং ছিল একটি মৃত কুকুর। আজ শনিবার দুপুর ১২টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে বস্তায় মৃত কুকুর পাওয়ার ঘটনা ঘটে।

চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চৌরাস্তার পূর্ব পাশের একটি পুকুরে বস্তাটি পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে এক নারী দক্ষিণ চৌরাস্তার পূর্ব পাশে প্রজেক্টের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যান। তখন ওই নারী পুকুরে বস্তাবন্দী অবস্থায় দুর্গন্ধময় একটি বস্তু পড়ে থাকতে দেখেন। একই পুকুরপাড়ে পড়ে ছিল এক জোড়া জুতা। তখন পুকুরে বস্তাবন্দী মানুষের লাশ পাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এতে পুকুরপাড়ে স্থানীয় লোকজনের ভিড় জমে যায়। একপর্যায়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাটি উদ্ধার করে দেখে, ভেতরে একটি মৃত কুকুর রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, দুর্গন্ধ ছড়ানোর কারণে বস্তায় মানুষের লাশ মনে করা হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। বস্তা খুলে দেখা যায়, ভেতরে একটি মৃত কুকুর ছিল। কে বা কারা কুকুরটিকে মেরে বস্তাবন্দী করে পুকুরে ফেলে দিয়েছে।

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ