হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় অস্ত্র-গুলিসহ তিন ডাকাত সদস্য আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

অস্ত্রসহ তিন ডাকাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়া উপজেলার টাংকির ঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাঁদের কাছে থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, দুটি রাউন্ড কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে নৌ পুলিশ।

আটককৃতরা হলেন দস্যু আব্দুর রব বাহিনীর সদস্য মোস্তফা (৫০), মিরাজ (৪৫) ও সবুজ। তাঁদের সবার বাড়ি টাংকির ঘাট এলাকায়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাংকির ঘাট এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় পৃথক স্থান থেকে রব বাহিনীর তিনজন সদস্যকে আটক করা হয়। পরে রবের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, রব বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ী মহল ও সাগরের বোট থেকে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন, ডাকাতি, জমি দখল ও বিভিন্ন অপকর্মসহ অবৈধ উপায়ে মাছঘাট পরিচালনা করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা