হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় বনের গাছ কেটে পাচার, ১ সদস্য আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার বনের ভেতর থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। এই সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা অভিযান চালিয়ে মো. হকসাব (৩৭) নামে চক্রের এক সদস্যকে আটক করে। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

আজ মঙ্গলবার সকালে জাহাজমারা ইউনিয়নের চর ইউনুছে এ ঘটনা ঘটে।

জানা যায়, আটক হকসাব উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত ফরাজির ছেলে। 

আটক হকসাব এলাকায় একজন চিহ্নিত গাছকাটা চক্রের সদস্য। সে অন্য লোকজন থেকে চুক্তিভিত্তিক বন থেকে গাছ কেটে জমি আবাদের কাজ করে থাকে। অধিকাংশ সময় রাতের আঁধারে গাছ কাটার কাজ করে থাকে। গত বছরের ১৬ ডিসেম্বর এই চক্রের আরও এক সদস্যকে বনের মধ্যে গাছ কাটা অবস্থায় আটক করা হয়।

জাহাজমারা বন বিভাগের রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সংরক্ষিত বন থেকে গাছ কেটে পাচার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই চক্রের একজনকে আটক করা হয়। বনরক্ষীদের দেখে অন্য সদস্যরা পালিয়ে যায়। এ সময় কেটে রাখা ৪৫০টি গেওয়াগাছ এবং গাছ কাটার যন্ত্রপাতি জব্দ করা হয়। 

আটক হকসাবের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়েছেন জাহাজমারা রেঞ্জ অফিসের চর ইউনুস বিট কর্মকর্তা মো. সোহাগ আহমেদ। এই মামলায় আটক দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এম সাইফুর রহমান বলেন, ‘একটি চক্র দীর্ঘদিন ধরে বন থেকে গাছ কেটে পাচার করে আসছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। গত এক বছরে এই চক্রের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ১৫টি মামলা করা হয়েছে। এ ছাড়া ১০ জনকে আটক করে জেলহাজতেও পাঠানো হয়েছে।’ 

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান