হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে নিজ দোকানে বিদ্যুতায়িত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত ৯টার দিকে দাদপুর ইউনিয়নের পশ্চিম বারাহিপুর গ্রামের দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন (২২) মুদি দোকানি ছিলেন। তিনি বারাহিপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, পারভেজ দীঘির পাড় এলাকায় প্রতিদিনের মতো আজ শুক্রবার সারা দিন দোকান করেন। রাতে নিজ দোকানে মালামাল গোছানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত দোকানে ঝুলে থাকা বিদ্যুতের তারের পাশে পণ্যগুলো রাখার সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন তিনি। পরে লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান শিপন জানান, জীবিকার তাগিদে নিজ এলাকায় মুদি দোকান দিয়েছিলেন পারভেজ। আজ শুক্রবার রাতে দোকানের মালামাল গোছানোর সময় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ