হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে জাল টাকাসহ যুবক গ্রেপ্তার 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে জাল টাকাসহ শিহাব (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২৯ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

আজ রোববার গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে নতুন শাহজীরহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিহাব মাদারীপুর জেলার শিবচর থানার উৎরাইল গ্রামের বাবুলের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রামের পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় থাকেন। 

পুলিশ জানায়, কবিরহাট পৌর এলাকার নতুন শাহজীরহাট বাজারের দোকানে এক ব্যক্তি জাল টাকা দেওয়ার সংবাদে এমন অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল টাকা চক্রের দু-তিনজন সদস্য পালিয়ে গেলেও শিহাবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহে তল্লাশি চালিয়ে ১ হাজার টাকার ২৯টি জাল নোট জব্দ করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার যুবক আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন এলাকার হাটবাজারে জাল টাকা ব্যবহার করে আসছেন। তিনি ওই চক্রের একজন সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে ঢাকার শ্যামপুর, যাত্রাবাড়ীসহ বেশ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম