হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে দুই দালালসহ ৭ রোহিঙ্গা আটক

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচরে ৭ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাঁদের পালাতে সাহায্যকারী দুই দালালকেও আটক করা হয়। 

আজ মঙ্গলবার সকালে তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাত ৩টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট থেকে তাঁদের আটক করা হয়। তবে এ সময় আরও একজন পুরুষ রোহিঙ্গা পালিয়ে গেছেন বলে জানা গেছে। 

আটক রোহিঙ্গারা হলেন ভাসানচর আশ্রয়ণের ১২ নম্বর ক্লাস্টারের সামছুল আলমের ছেলে নুরুল হাকিম (২৬), ৮১ নম্বর ক্লাস্টারের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আলম (২৪), ৮৭ নম্বর ক্লাস্টারের হাছানের ছেলে আলী আহছান (২৭), একই ক্লাস্টারের বদির আহছানের মেয়ে সোনা মেহের (১৮), আলী আহছানের মেয়ে ইয়াছমিন (১০ মাস), মোহাম্মদ শরীফের মেয়ে ফিরোজা (২২) ও আলী হাছানের শিশু ছেলে একরাম। 

আটক দালালেরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের চরমাছিমুন গ্রামের নুরু আমিন (৫০) ও একই গ্রামের ইউছুপ (১৯)। 

আটকেরা জানান, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে সোমবার রাতে ভাসানচর ক্যাম্পের ৯ নম্বর ক্লাস্টারের রোহিঙ্গা দালাল খায়রুল আমিনের সহযোগিতায় স্থানীয় দালালদের মাধ্যমে বের হয়ে আসেন ৮ রোহিঙ্গা। রাতে দালালেরা নৌকায় তাঁদের সুবর্ণচরের মোহাম্মদপুর বোয়ালখালী ঘাটে নামিয়ে দিয়ে যান। এ সময় তাঁদের সঙ্গে দুই দালালও ছিল। গভীর রাতে ঘুরতে দেখে স্থানীয়রা দালালসহ তাঁদের আটক করেন। এ সময় একজন রোহিঙ্গা পালিয়ে যান। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান