হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে শিশু ধর্ষণ, গ্রেপ্তার যুবক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবদুল আউয়াল সাজু (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সোমবার ভোরে বেগমগঞ্জ উপজেলার ইয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত রোববার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে কবিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন।

সাজু কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের বাসিন্দা। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে অভিযুক্ত সাজু ওই শিশুকে সিভিট ট্যাবলেট দিয়ে তার ঘরে নিয়ে যান। একপর্যায়ে আরও সিভিট দেওয়ার লোভ দেখিয়ে সেখানে তাকে ধর্ষণ করেন সাজু। ভুক্তভোগী শিশু বিষয়টি তার মাকে জানালে সাজু পালিয়ে যান। 

খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান। এরপরে গত রোববার রাতে শিশুটির বাবা থানায় মামলা করলে ভোরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
 
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আজ সোমবার ভোরে ওই যুবককে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের