হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে শিশু ধর্ষণ, গ্রেপ্তার যুবক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবদুল আউয়াল সাজু (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সোমবার ভোরে বেগমগঞ্জ উপজেলার ইয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত রোববার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে কবিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন।

সাজু কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের বাসিন্দা। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে অভিযুক্ত সাজু ওই শিশুকে সিভিট ট্যাবলেট দিয়ে তার ঘরে নিয়ে যান। একপর্যায়ে আরও সিভিট দেওয়ার লোভ দেখিয়ে সেখানে তাকে ধর্ষণ করেন সাজু। ভুক্তভোগী শিশু বিষয়টি তার মাকে জানালে সাজু পালিয়ে যান। 

খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান। এরপরে গত রোববার রাতে শিশুটির বাবা থানায় মামলা করলে ভোরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
 
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আজ সোমবার ভোরে ওই যুবককে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু

নোয়াখালীতে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, নিহত ১

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

বেগমগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত