হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ছাত্রদলের সহসভাপতিসহ বিএনপির ৬ নেতা-কর্মী গ্রেপ্তার 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সহসভাপতি আনোয়ার হোসেন রকিসহ বিএনপির ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত এ অভিযান চালায় সুধারাম মডেল থানার পুলিশের একাধিক দল।

বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম। এ নিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা ও কয়েকজনের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। তাঁদের আজ দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।’

গ্রেপ্তার আসামিরা হচ্ছেন জেলা ছাত্রদলের সহসভাপতি আনোয়ার হোসেন রকি, বিএনপির কর্মী মো. নোমান, আলাউদ্দিন ভূঁইয়া, পিএস দুলাল, সজীব ও নূর উদ্দিন।

এ নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘জেলা বিএনপির সমাবেশ যেন সফল না হয়, সে জন্য পুলিশ বিনা উসকানিতে নিরপরাধ নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। আন্দোলন-সংগ্রাম প্রতিটি দলের গণতান্ত্রিক অধিকার। আমরা দলের পক্ষ থেকে এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তির দাবি করছি।’

উল্লেখ্য, আজ বিকেলে জেলা শহর মাইজদীতে সরকারপতনের আন্দোলনের ১০ দফাসহ দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনসমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর। ইতিমধ্যে সভার সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা।

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম