ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ এবং নিজ নামে-বেনামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালী ও ফেনীর সাবেক তিন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী।
রোববার বিকেলে নোয়াখালী জেলা দুদক কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক এমপিরা হলেন- নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ও ফেনী-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নোয়াখালী জেলা দুদক কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদকে প্রধান করে ২ সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। দুদকের গোয়েন্দা ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে এই তিন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।