হোম > সারা দেশ > নোয়াখালী

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৮ জেলে জীবিত উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় এমভি আয়েশা নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে থাকা ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ট্রলারটি এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

এমভি আয়েশা নামে ট্রলারটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী খালের। এটির মালিক জাহাজমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. খোকন। 

সাগরে ডুবে যাওয়া ট্রলারের মাঝি নেছার উদ্দিন বলেন, ‘সাগর উত্তাল ছিল, মাছও পাওয়া গেছে প্রচুর। ট্রলারে ৫ হাজারের মতো ইলিশ মাছ ছিল। ট্রলার নিয়ে ঘাটে আসার পথে প্রবল জোয়ারের স্রোতে ট্রলারটি উল্টে যায়। পরে আমরা মাঝিমাল্লারা সবাই সাঁতরে অন্যান্য ট্রলারে গিয়ে উঠি। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ 

ট্রলারের মালিক খোকন জানান, ট্রলারটি সাগর থেকে ঘাটে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রলারটি। পরে পাশে থাকা অন্য ট্রলার মাঝিমাল্লাদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে। দুর্ঘটনার কবলে পড়া ট্রলারে ১৮ জন মাঝিমাল্লা ছিল। পরে ১২টার দিকে ঘাট থেকে আরও দুটি ট্রলার দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে ডুবন্ত ট্রলারটি উদ্ধার করার জন্য। 

এ ঘটনায় হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ‘সাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ট্রলারের মালিক মোবাইল ফোনে আমাকে বলেছেন। আমরাও খোঁজ-খবর নিচ্ছি। তবে কোনো হতাহতের ঘটনা আছে কি না, এখনো নিশ্চিত হতে পারিনি।’ 

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬