হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালী পৌরসভার ৩৪ কেন্দ্রে ইভিএমএ ভোটগ্রহণ চলছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌরসভার নির্বাচন শুরু হয়েছে। নগরীর ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে চলছে ভোটগ্রহণ। নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীই ভোট প্রদান করেছেন। আজ রোববার সকাল ৮টায় পৌর শহরের পাবলিক কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. সহিদ উল্যাহ্ খান সোহেল। সকাল ৯টার দিকে সোনাপুর কারামতিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন বিএনপির সমর্থক স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী শহিদুল ইসলাম কিরন। 

সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, শীত উপেক্ষা করে ভোর থেকে কেন্দ্রের মাঠে সারিবদ্ধভাবে ভোটাররা প্রবেশ করতে শুরু করেন। সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গে কেন্দ্রের ভেতরে নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। 

উল্লেখ্য, নোয়াখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৬৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৭৫ হাজার ৭২৬ জন। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৭৫০ জন পুলিশ, ৪৫০ জন আনসার, ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‍্যাব, পুলিশের চারটি মোবাইল টিম, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯টি ওয়ার্ডে একজন করে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে প্রশাসন। 

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান