নোয়াখালীর বেগমগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ৭০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ২২৯ জন। গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৭৯৩। শনাক্তের হার ১৮ দশমিক ৪৩ শতাংশ।
আজ বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, ‘বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়ে ৭০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দুই দিন আগে তিনি করোনায় আক্রান্ত হন। এরপর বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
জেলার তিনটি ল্যাবে ৮৭৯টি নমুনা পরীক্ষা করে জেলার সদর উপজেলায় ৯৩ জন, সুবর্ণচরে ২ জন, বেগমগঞ্জে ২২ জন, সোনাইমুড়ীতে ১৮ জন, চাটখিলে ৫ জন, সেনবাগে ৮ জন, কোম্পানীগঞ্জে ৭ জন ও কবিরহাটে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪ জন। জেলায় মোট মারা গেছেন ২২৯ জন। আইসোলেশনে রয়েছেন ২ হাজার ২৭৫ জন এবং কোভিড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৫ জন।