হোম > সারা দেশ > নোয়াখালী

শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে না পারলে আপনি-আমি কোথায় যাব: সুবর্ণচর আ.লীগ সভাপতি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

‘আগামী নির্বাচনে যেকোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। তা না হলে কোথায় আপনি যাবেন, কোথায় আমি যাব, কোথায় এমপি যাবে—কাউকে খুঁজে পাওয়া যাবে না। জামায়াত-বিএনপি যদি ক্ষমতায় আসে, ১ কোটি লোককে ওরা মেরে ফেলবে।’ 

গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন এসব কথা বলেন। 

বাহার উদ্দিন খেলন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্পিকার আবদুল মালেক উকিলের ছোট ছেলে। বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ছিলেন। 

বাহার উদ্দিন খেলন বলেন, সামনে নির্বাচন, আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যাই। আমরা একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি না করি। জামায়াত-বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, ১ কোটি লোককে ওরা মেরে ফেলবে। আর কোনো দিন এখানে আওয়ামী লীগের কথা বলা যাবে না। আজকে তারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। এর আগেও ২১ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু গরিব মানুষের দোয়ায় শেখ হাসিনা বারবার ফিরে এসেছেন, ফিরে আসবেন।

উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুল চৌধুরীর সঞ্চালনায় সহসভাপতি মো. মিজানুর রহমান দীপকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান দিপক, চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার ডিপটি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জাবেদ। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো. আবুল বাসার, সহসাধারণ সম্পাদক বাহার চৌধুরী, সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নিপু, চর জব্বার ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, আওয়ামী লীগ নেতা বাবলু চৌধুরী, চরজুবলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন বাবলু প্রমুখ।

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের