হোম > সারা দেশ > নোয়াখালী

মৃত্যুর দেড় মাস পর কবর থেকে তোলা হলো যুবকের মরদেহ

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে হত্যা মামলার তদন্তের জন্য মৃত্যুর দেড় মাস পর আলা উদ্দিন (৪০) নামের এক যুবকের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের লেমুয়া ঠনারপাড় কবরস্থান থেকে তাঁর মরদেহ তোলা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন আলম তুলির নেতৃত্বে মরদেহটি তোলা হয়। এ সময় নোয়াখালী পিবিআই পরিদর্শক (ওসি) আনোয়ার হোসেন, সেনবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রনজিৎ কুমার দাসসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। 

সহকারী উপপরিদর্শক রনজিৎ কুমার দাস জানান, গত জুলাইয়ে জমি সংক্রান্ত বিরোধে স্থানীয় ছায়দুল হক গ্যাংদের সঙ্গে আলা উদ্দিন গ্যাংদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আলা উদ্দিন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় আলা উদ্দিনের বাবা বাদী হয়ে ছায়দুল হক গ্যাংদের বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা করেন। 

এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল জানান, আলা উদ্দিন সুস্থ হয়ে এলাকায় আসার পর মাদকসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাঁকে আটক করে। দুই মাস জেলহাজত থেকে অক্টোবর মাসে এলাকায় আসার পর আলা উদ্দিনের মৃত্যু হয়। পরে আলা উদ্দিনের বাবা বাদী হয়ে ছায়দুল হক গ্যাংদের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে হত্যা মামলা করেন। আদালত মামলার সুষ্ঠু তদন্তের জন্য নোয়াখালীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেন। মামলার তদন্তের জন্য মৃত্যুর দেড় মাস পর আলা উদ্দিনের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করা হয়। 

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা