হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় নিষিদ্ধ সময়ে ইলিশ ধরায় আটক ৩ জেলেকে জরিমানা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাঁদের কাছ থেকে একটি মাছ ধরার নৌকা, ৪ লাখ মিটার চরঘেরা জাল, ২০ লাখ মিটার কারেন্ট জাল, ১০টি বেহন্দি জাল, ২০ কেজি ইলিশ ও ৮০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

আজ রোববার ভোরে মেঘনা নদী থেকে ওই তিন জেলেকে আটক করা হয়। আটক জেলেদের দুপুরে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় ভবিষ্যতের জন্য তাঁদের সতর্ক করা হয়। জব্দ মাছ ধরার নৌকা উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেনের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোস্টগার্ড হাতিয়া স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মোকসেদর রহমান আজকের পত্রিকাকে বলেন, ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বঙ্গোপসাগর ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় কোস্টগার্ড। এর অংশ হিসেবে মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় জাল, ইঞ্জিন চালিত নৌকা, মাছসহ তিন জেলেকে আটক করা হয়। আগামী ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরার ওপর এই নিষেধাজ্ঞা চলবে।

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির