হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে বৃষ্টি কমলেও জলাবদ্ধতায় দুর্ভোগ, ঘরে ফিরতে পারছে না বহু মানুষ

নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীতে গত কয়েক দিনের অতিভারী বৃষ্টি বুধবার রাত থেকে কিছুটা কমলেও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছে জেলার বাসিন্দারা। খাল, নালা ও ড্রেন দিয়ে পানি দ্রুত নামতে না পারায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

বৃহস্পতিবার ভোর থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। মাইজদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত) ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টিজনিত জলাবদ্ধতার কারণে শনিবার (১২ জুলাই) পর্যন্ত জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় ৪৬৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে সদর, কবিরহাট ও কোম্পানীগঞ্জের ১৯টি আশ্রয়কেন্দ্রে ২৬৮টি পরিবার আশ্রয় নিয়েছে। জরুরি সহায়তার জন্য ১০১টি মেডিকেল টিম এবং ৮৭১১ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী মজুত রয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

এদিকে, হাতিয়া ছাড়া জেলার আটটি উপজেলায় ও পৌর এলাকাগুলোতে টানা বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশির ভাগ সড়কই পানিতে ডুবে আছে। মাইজদীর বিভিন্ন সরকারি দপ্তরের সামনেও পানি জমে আছে। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

বিশেষ করে কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার উপকূলীয় এলাকাগুলোর বাড়িঘর ডুবে যাওয়ায় মানুষ ঘরে ফিরতে পারছে না। ঘরের ভেতরে পানি থাকায় সাপের উপদ্রবের আশঙ্কাও দেখা দিয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

ভারী বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। বিভিন্ন খামারে মারা গেছে অনেক মুরগি, তবে এখনো ক্ষতির পরিসংখ্যান করতে পারেনি প্রাণিসম্পদ অফিস। ক্ষতির শঙ্কায় রয়েছে আমনের বীজতলা ও সবজিচাষিরা।

স্থানীয়রা বলছেন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনে খাল, নালা ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি হলে যেভাবে পানি নেমে যাওয়ার কথা সেভাবে নামছে না। ২০২৪ সালের আগস্টের বন্যার পর এক বছর শেষ হলেও খালগুলো দখলমুক্ত ও ড্রেনেজ ব্যবস্থা সচল করতে না পারায় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছে জেলাবাসী।

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু

নোয়াখালীতে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, নিহত ১

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা