হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে স্কুলছাত্রী অপহরণ, মূল আসামি গ্রেপ্তার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যালয়ে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণের শিকার শিক্ষার্থীকে খাগড়াছড়ি জেলার রামগড় থেকে উদ্ধার করে চরজব্বার থানা-পুলিশ। 

আজ শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতেই ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার যুবকের নাম ইয়াহিয়া ওরফে মো. হৃদয় ওরফে জলিল (২৩)। তিনি উপজেলার চরজব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের মো. জাহেরের ছেলে। 

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ছাত্রী তার বড় ভাইয়ের (১৬) সঙ্গে বিদ্যালয়ের উদ্দেশে যাওয়ার পথে আসামি হৃদয় ও তাঁর সহযোগী মিরাজ (২৪) তাদের পিছু নেন। কিছু দূর যাওয়ার পর তারা চর হাসান গ্রামের নজির আহম্মদের বাড়ির সামনের রাস্তার ওপর পৌঁছালে আসামিরা তাদের গতিরোধ করেন। এ সময় বড় ভাইকে ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থীকে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যান তাঁরা। 

খোঁজ নিয়ে জানা যায়, আসামি হৃদয় অনেক আগ থেকেই ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিতেন এবং উত্ত্যক্ত করতেন। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের